নিউজপোল ডেস্কঃ রাত পোহালেই বড়দিন। আর এই বড়দিনে শহরবাসী মেতে উঠবে আনন্দে। সাথে অবশ্যই থাকবে কেকও। যদিও এ বছরের শুরু হয়েছিল করোনা দিয়ে, যাতে এখনও নাজেহাল বিশ্ববাসী। তবুও প্রতি বছরের মতো এবছরেও কড়া নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। নিরাপত্তায় মোতায়েন করা হবে ৫ হাজার পুলিশ কর্মী।
প্রথা অনুয়ায়ী ২৫ শে ডিসেম্বর মানেই শহরবাসীর কাছে পার্কস্ট্রিট যাওয়ায়টা মাস্ট। আর তার সঙ্গে থাকবে মাথায় টুপি। আর হাতে কেক এটা কি আর বাদ দেওয়া সম্ভব। আর এই পার্ক স্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত রাস্তাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। পার্ক স্ট্রিট ও আশপাশের এলাকায় থাকবে ১১টি ওয়াচ টাওয়ার।
আজ, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শহরের বিভিন্ন জায়গায় চলবে নাকা তল্লাশি। গত কয়েকদিন ধরে মত্ত গাড়িচালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। ধরা হচ্ছে হেলমেটহীন মোটরবাইক আরোহীদেরও। কড়া নিরাপত্তার সঙ্গে কাটবে ‘বড়দিন’ এমনই আশা করা যায়।