“কফি উইথ করন”এর আড্ডা দেখা জয়ী রোজ নতুন চমক।
তার সাথে পাওয়া যায় নামিদামি তারকাদের থেকে নানান প্রশ্নের উত্তর।
সম্প্রতি কর্ণের এই আড্ডা হাজির ছিলেন করিনা কাপুর সাথে আমির খান।
এই পর্বে তারা মূলত এসেছিলেন তাদের আগামী ছবি “লাল সিংহ চড্ডা”র প্রচারের জন্য।
এখানে নানান কথার মাঝে ছবিতে দুজনের দাম্পত্যের কথা জানতে চাওয়া হয়।
সেই প্রসঙ্গ থেকে উঠে আসে আমির খান এর প্রাক্তন স্ত্রী কিরণ এবং রানা দত্তের কথা।
“লাগান” ছবির শ্যুটিং চলকালীন আলাপ কিরণ এর সাথে মিস্টার পারফেকশনিস্ট এর।
দুজনের নিজের কাজের প্রতি মগ্ন এবং সমসাময়িক ভাবে প্রাণোচ্ছল।
আলাপ সেখান থেকে বন্ধুত্ব তারপর এক সাথে ঘর। তাদের মধ্যে প্রেম এর পাশাপাশি বন্ধুত্বও ছিল প্রবল।
দীর্ঘ ১৫ বছর এক।সাথে ঘর করার পর এই দম্পতি সিদ্ধান্ত নেন বিচ্ছেদের।
সেই মত তাদের বিচ্ছেদ সম্পন্ন হয় ২০২১এর জুলাই মাসে। বাকি দম্পতিদের মত ঝগড়া ঝামেলা তাদের বিচ্ছেদের কারণ ছিল না।
কারণ ছিল অন্যকিছু, কিন্তু বিচ্ছেদ সিদ্ধান্ত ছিল দুদিক থেকেই। খুব শান্তিপূর্ণ ভাবে বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় আছে তাদের মধ্যে।
তাদের মধ্যে বন্ধুত্ত্ব বোঝাপড়া অন্যরকমের।
এমনকি বিচ্ছেদের পর ছেলে আজাদের দায়িত্ব ভাগ করে নিয়েছেন দুজনে এবং এক সাথে থাকা কালীন কিরণ মেনে
নিয়েছেন আমির এর আগের পক্ষের দুই সন্তানকেও মা র মত করে আদর যত্নে বড় করেছেন তাদের।
এই বিষয়ে আমির এর বক্তব্য,‘‘যতই ব্যস্ততা থাকুক, প্রতি সপ্তাহে আমাদের সবার সঙ্গে দেখা হয়। কথা হয়। আমরা আজও পরিবারের মতো।’’
সন্তানদের প্রসঙ্গে দুই সন্তানের পাশাপাশি নাম হতে আসে ছোট ইরা দত্তের।
নিজের অতীতের সম্পর্কের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন,‘‘আমরা সবাই সপ্তাহে এক বার একত্রিত হই।
একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালবাসা, যত্ন আজও অটুট। আমরা এখন আরও বড় পরিবার।’’
আমিরের (Amir Khan) সন্তানদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমির এর মেয়ে ইরা খান এখন সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন।
তিনি কোনো ভাবেই ইচ্ছুক নন এই রুপোলি পর্দার অংশ হতে। অপরদিকে এক ছেলে জুনেইদ বাবা কে ছোট বানাতে সাহায্য করে।
কিছু সময় আগে আমরা দেখতে পাই ইরার জন্মদিনে কিরণ থেকে শুরু করে সবাই একসাথে মিলে পরিবারের মত করে তার জন্মদিনের উজ্জাপন।
তাদের এই পরিবারের পুনর্মিলনের ছবি আমরা দেখতে পাই নেট মাধ্যমে।
এই ছবিতে বাদ যাননি ইরা প্রেমিক।
সবাইকে নিয়ে এক সাথে এভাবেই একটি পরিবারকে শত সমস্যার পরেও এক করে রেখেছেন আমির খান (Amir Khan)।
আরো পড়ুন:
Image source-Google