বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহাযুদ্ধের রেজাল্ট।
প্রতিবারের মতো এই সপ্তাহতেও বেরিয়ে গেছে এই টিআরপি (TRP) নম্বর তালিকা।
২০২১ সালের শেষে টেলিভিশনে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক আর পুরানো ধারাবাহিকগুলোর গল্পে আসছে নতুন নতুন টুইস্ট।
টিআরপির (TRP) দৌড়ে চলছে মারকাটারি কম্পিটিশন।
কে কাকে পিছনে ফেলে শীর্ষস্থানে আসবে সেই নিয়ে ধারাবাহিকগুলোর মধ্যে লড়াই ক্রমশ জোরদার হচ্ছে।
২০২২ সালেও শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক, তার মধ্যে অন্যতম হলো গাঁটছড়া।
তবে এই সপ্তাহে লক্ষ্মী কাকিমা সুপারস্টারকে টেক্কা দিল মিঠাই।
দ্বিতীয় স্থানে আছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও তৃতীয় স্থানে আলতা ফড়িং।
৭.৪ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে গাঁটছড়া এবং পঞ্চম স্থান দখল করেছে গৌরী এলো।
দেখে নিই প্রথম দশে কোন মেগা
* প্রথম – মিঠাই (৮.৪)
* দ্বিতীয় – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
* তৃতীয় – আলতা ফড়িং (৭.৫)
* চতুর্থ – গাঁটছড়া (৭.৪)
* পঞ্চম – গৌরী এলো (৭.৩)
* ষষ্ঠ – ধুলোকণা (৬.৮)
* সপ্তম- আমাদের এই পথ যদি না শেষ হয় (৬.২)
* অষ্টম – অনুরাগের ছোঁয়া (৫.৯)
* অষ্টম – মন ফাগুন (৫.৯)
* নবম – উমা (৫.৮)
* দশম – খেলনা বাড়ি (৫.১)
আরো পড়ুন:
Image source-Google